চাঁপাইনবাবগঞ্জে পেট্রলবোমা হামলায় চালক নিহত

Looks like you've blocked notifications!
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট কলাবাড়ীতে আজ মঙ্গলবার ভোরে দুর্বৃত্তদের পেট্রলবোমা হামলায় শিপন আলী নামের এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। ছবি : এনটিভি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট কলাবাড়ীতে দুর্বৃত্তদের পেট্রলবোমা হামলায় এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। এতে ভ্যানটির সহকারী শাকিল দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত চালকের নাম শিপন আলী (৩০), তিনি ভোলার বোরহানউদ্দীন উপজেলার আবদুল মান্নানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ মঙ্গলবার ভোরে নবীউল্লা কার্গো সার্ভিস নামে একটি কাভার্ডভ্যান নিয়ে সোনামসজিদ স্থলবন্দরে যাওয়ার সময় কলাবাড়ীতে দুর্বৃত্তরা পেট্রলবোমা ছুড়ে মারে। এতে কাভার্ডভ্যানের চালক শিপন দগ্ধ হয়ে মারা যান। আহত হন কাভার্ডভ্যানের সহকারী শাকিল।

শাকিলকে উদ্ধার করে পুলিশ প্রথমে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁর শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম জানান, নিহত চালকের লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।