মুন্সীগঞ্জে ট্রাক-বাস সংঘর্ষে একজন নিহত, আহত ৪০
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জন।
আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বাউশিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাখি পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁর লাশ ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
আহত লোকজনের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হচ্ছে। বাকি ৩৩ জনকে ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে কুমিল্লা থেকে ঢাকামুখী একটি ট্রাক দাউদকান্দি সেতু থেকে মুন্সীগঞ্জের গজারিয়ার রাস্তায় নামছিল। এমন সময় ঢাকা থেকে কুমিল্লামুখী একটি বাসের সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের সময় পেছনে থাকা আরেকটি বাস ও একটি প্রাইভেট কার সজোরে ধাক্কা খায় দুর্ঘটনার শিকার বাসটির সঙ্গে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শ্যামল হালিম জানান, দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গাড়িগুলো উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধারের পর যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে।