পঞ্চগড়ের ছিটমহল থেকে ভারতে যাচ্ছেন ৪৮৯ জন
পঞ্চগড়ের বিলুপ্ত ৩৬টি ছিটমহলের ৯৮ পরিবারের ৪৮৯ জন সদস্য স্থায়ীভাবে বসবাসের জন্য ভারত যাচ্ছেন। এর মধ্যে আগামীকাল রোববার প্রথম দফায় জেলার সদর উপজেলার গাড়াতি, বোদা উপজেলার নাটকটোকা, বেহুলাডাঙ্গা, কাজলদিঘী ও নাজিরগঞ্জ ছিটমহলের ১৫টি পরিবারের ৫৫ জন সদস্য ভারত যাবেন।
স্থায়ীভাবে ভারতে যাওয়ার আগে আজ শনিবার জেলার বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে সমবেত হচ্ছেন ১৫ পরিবারের ৫৫ জন সদস্য। বিজিবি ও কাস্টমস কর্তৃপক্ষের চেকিং শেষে এখানেই রাতে থাকবেন তাঁরা। এরপর আগামীকাল রোববার সকালে জেলা প্রশাসন ও বিজিবির গাড়িতে করে তাদেরকে নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি ইউনিয়নে ডাঙ্গাপাড়া বিজিবির কাছে পৌঁছে দেওয়া হবে তাঁদের। পরে ডাঙ্গাপাড়া বিজিবি কর্তৃপক্ষ চিলাহাটি-হলদিবাড়ী সীমান্ত দিয়ে ভারতের খালপাড়া বিএসএফ ক্যাম্প কর্তৃপক্ষের কাছে তাঁদের হস্তান্তর করা হবে।
পঞ্চগড় জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, একইভাবে ২৩ নভেম্বর দ্বিতীয় দফায় দেবীগঞ্জের কোটভাজনী ও বালাপাড়া খাগড়াবাড়ী ছিটমহল থেকে ৩১টি পরিবারের ১৭৭ জন স্থায়ীভাবে ভারত যাবেন। ২৪ নভেম্বর দেবীগঞ্জ উপজেলার দহলা খাগড়াবাড়ী ছিটমহলের ২৯টি পরিবারের ১৪৯ জন এবং ২৬ নভেম্বর দেবীগঞ্জ উপজেলার দহলাখাগড়াবাড়ী ও বোদা উপজেলার দইখাতা ছিটমহলের ২৩টি পরিবারে ১০৮ জন ভারতীয় নাগরিক একই পথে ভারতে যাবেন।
চলতি বছরের ৬ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত জনগণনায় পঞ্চগড় জেলার ৩৬ ছিটমহলের ৪৮৭ জন ছিটমহলের নাগরিক ভারতে যাওয়ার জন্য আবেদন করে। জনগণনার পর দেবীগঞ্জ উপজেলার কোটভাজনী এলাকার লাল চান রায়ের সদ্য ভূমিষ্ঠ শিশু ভারত চন্দ্র ও একই উপজেলার দহলা খাগড়াবাড়ি ছিটমহলের রতন চন্দ্র রায়ের সদ্য ভূমিষ্ঠ কন্যা অষ্টমী রানীর জন্ম হওয়ায় ভারতে যাওয়ার মোটসংখ্যা দাঁড়ায় ৪৮৯ জনে।