কালীগঞ্জে ছুরিকাঘাতে পল্লী চিকিৎসক নিহত

Looks like you've blocked notifications!

গাজীপুরের কালীগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দেওপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত কামাল হোসেন (৩৭) ওই এলাকার শহীদুর রহমান লাল মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে কামাল সেভেন রিং মার্কেটের ফার্মেসি থেকে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে দেওপাড়া এলাকায় রেললাইন অতিক্রমের সময় ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ওসি বলেন, যেহেতু রেললাইনের কাছে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তাই ভৈরব রেলওয়ে পুলিশ লাশ নিয়ে গেছে। তারাই ময়নাতদন্তের ব্যবস্থা করবে।

উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।