ঝালকাঠিতে মাদক ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন

Looks like you've blocked notifications!
ঝালকাঠিতে মাদক ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আজ সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করা হয়। ছবি : এনটিভি

‘মুক্তি আমার আলোয় আলোয়, আমরা পরিবর্তন চাই’- এ প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠিতে মাদক ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় যুবসমাজ। আজ সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন উইনডো এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সংগঠনের সভাপতি উজ্জ্বল দেবনাথসহ আরো অনেকে। এ সময় বক্তারা ঝালকাঠিতে মাদকদ্রব্য বিক্রি বন্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। যাঁরা মাদক সেবন করছেন, তাদেরও সচেতন হয়ে আলোকিত মানুষ হওয়ার পরামর্শ দেন বক্তারা। এ ছাড়া সমাজবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করেন বক্তারা।