লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা
লক্ষ্মীপুর সদর উপজেলার ভাঙ্গাখাঁ ইউনিয়নের যুবলীগের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান ফরহাদকে (৩০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার ভোরে এ হত্যাকাণ্ড ঘটে। সকাল ৮টার দিকে স্থানীয় মিরিকপুর বাজার থেকে তাঁর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত যুবলীগ নেতা ফরহাদ মিরিকপুর গ্রামের নুরুল আমিন মাস্টারের ছেলে। বাবা বলেন, গতকাল মঙ্গলবার ফরহাদ লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে যায়। বাড়ি ফিরলে রাত ৩টার দিকে কে বা কারা তাকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। পরে সকালে লোকজন তার গুলিবিদ্ধ লাশ দেখে বাড়িতে খবর দেয়।
গত বছর আগস্ট মাসে অভ্যন্তরীণ কোন্দলে দলীয় কয়েকজন ফরহাদকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় মামলা করা হয়। মামলার আসামি মো. রাশেদকে পুলিশ মঙ্গলবার গ্রেপ্তার করে। গ্রেপ্তারের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন ফরহাদের বাবা।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সদর) জুনায়েত কাউসার বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে দেখি, নিহতের শরীরে ছয়-সাতটির মতো গুলির চিহ্ন রয়েছে। এ বিষয়ে আমাদের তদন্ত চলছে। আমরা তদন্ত করে দেখব, তাঁর সঙ্গে কারো শত্রুতা ছিল কি না কিংবা রাজনৈতিক কোনো কোন্দল ছিল কি না।’ জড়িতদের ধরতে পুলিশ মাঠে নেমেছে। লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া ও লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।