কমলনগর উপজেলায় বিএনপির প্রথম সম্মেলন

Looks like you've blocked notifications!
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপির সম্মেলনে উপস্থিত অতিথিরা। ছবি : এনটিভি

উপজেলা প্রতিষ্ঠার নয় বছর পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপির সম্মেলন। সম্মেলনে ভোটের মাধ্যমে উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন জামাল তালুকদার। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নুরুল হুদা চৌধুরী।

সর্বসম্মতিক্রমে আলহাজ গোলাম কাদেরকে সিনিয়র সহসভাপতি ও হারুন অর রশিদ হাওলাদারকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর জেলা বিএনপির কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের মাধ্যমে মেয়াদ উত্তীর্ণ আহ্বায়ক কমিটির অবসান হয়েছে। কমলনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহে আলমের সভাপতিত্বে সম্মেলেনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু। বিশেষ অতিথির বক্তব্য দেন সহসভাপতি ছায়েদুল ইসলাম ভূঁইয়া, কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ সামছুল আলম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ ব্যাপারী ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব প্রমুখ।

২০০৬ সালে লক্ষ্মীপুরের রামগতি উপজেলাকে ভাগ করে উত্তর অঞ্চলকে কমলনগর নামে পৃথক উপজেলা গঠন করা হয়। উপজেলা গঠনের পর ২০০৯ সালে কমলনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।