প্রকৌশলী এ কে এম মফিজুর রহমানের চেহলাম শুক্রবার
এ কে এম মফিজুর রহমান। ফাইল ছবি : এনটিভি
গাজীপুরে সাবেক টিঅ্যান্ডটির অবসরপ্রাপ্ত প্রকৌশলী, গাজীপুর শহরের নলজানী এলাকার বিশিষ্ট সমাজসেবক এ কে এম মফিজুর রহমানের (৭৬) চেহলাম কাল শুক্রবার অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে স্থানীয় বিভিন্ন মসজিদ ও এতিমখানায় জুমার নামাজের পর কোরানখানি, মিলাদ, দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।
মফিজুর রহমান দৈনিক জনকণ্ঠের গাজীপুর জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান টিটুর বাবা। মাহফিলে উপস্থিত হয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করার জন্য পরিবারের পক্ষ থেকে শুভানুধ্যায়ীদের অনুরোধ করা হয়েছে।
লিভার সিরোসিস ও ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে গত ১৮ অক্টোবর বিকেলে এ কে এম মফিজুর রহমান ইন্তেকাল করেন।

নাসির আহমেদ, গাজীপুর