পরীক্ষার সময় রাজনৈতিক কর্মসূচি না দেওয়ার আহ্বান

Looks like you've blocked notifications!
পরীক্ষার সময় কর্মসূচি না দেওয়ার আহ্বান জানিয়ে রাঙামাটিতে আজ বেসরকারি প্রতিষ্ঠান সুপ্রর উদ্যোগে মানববন্ধন করা হয়। ছবি : ফজলে এলাহী

এসএসসি পরীক্ষার সময় কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি না দেওয়ার আহ্বান জানিয়ে রাঙামাটিতে মানববন্ধন করেছে সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র)।

আজ শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে তারা। মানববন্ধনের মূল প্রতিপাদ্য ‘সংঘাত ও সহিংসতা নয়; চাই শান্তি, নিরাপত্তা, সুস্থ গণতান্ত্রিক পরিবেশ, স্বাভাবিক বেঁচে থাকার অধিকার।’

সুপ্রর রাঙামাটি জেলা কমিটির সহসভাপতি টুকু তালুকদারের সভাপতিত্বে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা সভাপতি কণিকা বড়ুয়া, জেলা রেডক্রিসেন্টের সাধারণ সম্পাদক এম জিসান বখতেয়ার প্রমুখ। 

মানববন্ধন থেকে দেশের চলমান সংঘাত সহিংসতার রাজনীতি পরিহার করে সবাইকে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে সমস্যা সমাধানের দাবি জানানো হয়। বক্তারা গণতান্ত্রিক কর্মসূচিতে বাধাদান, কর্মসূচি পালনের নামে সাধারণ মানুষকে পুড়িয়ে মারার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।