সরকারকে থ্রেট করে লাভ হবে না : আইজিপি

Looks like you've blocked notifications!
পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক আজ রোববার দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জের মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি : ফোকাস বাংলা

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘আন্দোলনের নামে সরকার বা সরকারের মন্ত্রীদের থ্রেট দিয়ে কোনো লাভ হবে না। কোনো অশুভ শক্তির কাছে সরকার, আইন প্রণয়নকারী সংস্থা ও পুলিশ কখনোই মাথা নত করবে না।’

আজ রোববার দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জের মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পুলিশপ্রধান।

পুলিশের মনোবল ভেঙে দেওয়ার জন্য আন্দোলনের নামে ২০১৩ সালে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, ‘গত দুই বছরে রাজনীতির নামে পেট্রলবোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা করা হয়েছে। পুলিশের মনোবল ভেঙে দেওয়ার জন্য ২০ জন পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। এভাবে পুলিশের মনোবল ভেঙে দেওয়া যায় না, এতে পুলিশ আরো চাঙ্গা হয়।’

পুলিশপ্রধান আরো বলেন, মানবতাবিরোধী কোনো কাজ এ দেশে বরদাশত করা হবে না। ধর্মের নামে অধর্ম, মুসলমানদের ধ্বংস করার জন্য যে ষড়যন্ত্র চালাচ্ছে বিভিন্ন জঙ্গিবাদী দল- তাদের এ ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে সমূলে ধ্বংস করা হবে।

জেলা পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাব্যবস্থাপক (ডিআইজি) মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান, রামগঞ্জ পৌরসভার মেয়র বেলাল আহমেদ, কমিউনিটি পুলিশং লক্ষ্মীপুর জেলার সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ।