হাজি মোহাম্মদ কালু খন্দকারের কুলখানি সোমবার

Looks like you've blocked notifications!
হাজি মোহাম্মদ কালু খন্দকার। ছবি : এনটিভি

প্রয়াত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা হাজি মোহাম্মদ কালু খন্দকারের কুলকানি কাল সোমবার বাদ আসর রাজধানীর মুগদাপাড়া বড় মসজিদে অনুষ্ঠিত হবে। কুলখানিতে আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের অংশ নিতে অনুরোধ জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।

গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর মুগদাপাড়ায় নিজ বাসায় মস্তিষ্কে রক্তক্ষরণের পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান হাজি মোহাম্মদ কালু খন্দকার। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। আজ সকালে মুগদাপাড়া বড় মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মুগদাপাড়া কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।

পারিবারিক সূত্র জানায়, তিন বছর আগে একবার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল হাজি মোহাম্মদ কালু খন্দকারের। এর পর থেকেই তিনি অসুস্থ ছিলেন। গতকাল সন্ধ্যায় আবারও মস্তিষ্কে রক্তক্ষরণ তাঁর। দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি ‘হেড অব এনটিভি অনলাইন’ খন্দকার ফকরউদ্দীন আহমেদ জুয়েলের বাবা।

হাজি মোহাম্মদ কালু খন্দকার চার ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুরে। তবে দীর্ঘদিন ধরে তিনি ঢাকার মুগদাপাড়ায় থাকতেন।