বিএনপি নেতা খোকাসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/29/photo-1448808560.jpg)
দোকান নির্মাণ ও বরাদ্দে অনিয়ম, দুর্নীতির অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত অন্যরা হলেন মোতালেব হোসেন, ফারুক হোসেন ও অবসরপ্রাপ্ত সম্পত্তি কর্মকর্তা সাহবুদ্দিন সাবু।
আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।
চলতি বছরের ২২ সেপ্টেম্বর এ মামলায় বিএনপি নেতা খোকাসহ সাতজনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক শেখ আব্দুস সালাম।
বিএনপি নেতা খোকা ছাড়া অভিযোগপত্রে অন্য আসামিরা হলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক সম্পত্তি কর্মকর্তা মহসিন উদ্দিন মোড়ল, অবসরপ্রাপ্ত সম্পত্তি কর্মকর্তা সাহাবুদ্দিন সাবু, সম্পত্তি বিভাগের কানুনগো মোহাম্মদ আলী, সার্ভেয়ার মুহাম্মদ বাচ্চু মিয়া, ফারুক হোসেন ও মোতালেব হোসেন।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক প্রধান সম্পত্তি কর্মকর্তা মশিয়ার রহমানের নাম মামলায় থাকলেও অভিযোগপত্রে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে।
অভিযোগপত্রে তাঁদের বিরুদ্ধে বঙ্গবাজার ও ঢাকা ট্রেড সেন্টারের কার পার্কিংয়ের স্থানে এবং খোলা জায়গায় দোকান নির্মাণ ও বরাদ্দে অনিয়ম-দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।
গত বছরের ২৪ আগস্ট রাজধানীর শাহবাগ থানায় খোকাসহ আটজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক।