মুন্সীগঞ্জে আওয়ামী আইনজীবী পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে আওয়ামী আইনজীবী পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন।
গতকাল রোববার বেলা ১১টার দিকে সম্মেলন শুরু হয়। শেষ হয় বিকেল সাড়ে ৪টার দিকে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট সাহারা খাতুন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ আবু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান কাজী নজিবুল্লাহ হিরু, বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের প্রেসিডিয়াম সদস্য খন্দকার আবদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান হাওলাদার প্রমুখ।