সোয়াইন ফ্লু প্রতিরোধে কুড়িগ্রামে বাড়তি সতর্কতা
সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে সোয়াইন ফ্লু প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা নিতে নয়টি চিকিৎসাদল গঠন করা হয়েছে।
ভারতে সোয়াইন ফ্লু রোগ ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী জেলা স্বাস্থ্য বিভাগ আজ বুধবার নয় উপজেলায় নয়টি চিকিৎসাদল গঠন করে। ভারতের সাথে কুড়িগ্রাম জেলার ২৭৪ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর ও রৌমারীর নতুন বন্দর শুল্ক স্টেশন হয়ে ভারত থেকে আসা লোকজনকে প্রাথমিক পরীক্ষার মাধ্যমে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এ ছাড়া সোয়াইন ফ্লুতে আক্রান্তদের চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে চার শয্যাবিশিষ্ট সোয়াইন ফ্লু ইউনিট গঠন করা হয়েছে।
সিভিল সার্জন জয়নাল আবেদীন এনটিভি অনলাইনকে বলেন, ‘সোয়াইন ফ্লু প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি।’