রাজাপুরে মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু

Looks like you've blocked notifications!
ঝালকাঠির রাজাপুর উপজেলায় আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ছবি : এনটিভি

ঝালকাঠির রাজাপুরে একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্তকাজ শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

তিন সদস্যের একটি তদন্ত কমিটি আজ মঙ্গলবার সকালে রাজাপুরের সাতুরিয়া গ্রামের গণহত্যার শিকার পরিবারগুলো ও তাদের বাড়িঘর পরিদর্শন করে। এ ছাড়া তারা স্থানীয় কাঠিপাড়া গণকবরসহ ওই দিনের গণহত্যার প্রত্যক্ষদর্শীদের স্বাক্ষ্য নেয়।

রাজাপুরের সাতুরিয়ায় মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি তদন্তের কাজ শুরু করেছে। এর মাধ্যমে রাজাপুরে প্রথম কোনো যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে তদন্ত কমিটির কাজ শুরু হলো।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অতিরিক্ত পুলিশ সুপার মো. হেলাল উদ্দিন এ কমিটির নেতৃত্ব দেন।

তদন্ত চলাকালে স্থানীয় মুক্তিযোদ্ধারা বেশ কয়েকজন মানবতাবিরোধী অপরাধীর নাম প্রকাশ করলেও সাক্ষীদের নিরাপত্তার স্বার্থে তা প্রকাশ করেনি কদন্ত কমিটি। তদন্ত কমিটিকে সহযোগিতা করেন রাজাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. শাহ আলম নান্নু।