পাবনায় ছাত্রদল ও শিবিরের দুই কর্মী গ্রেপ্তার

Looks like you've blocked notifications!

পাবনার সুজানগর উপজেলায় নাশকতার অভিযোগে আজ বুধবার সকালে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার হওয়া কর্মীরা হলেন সুজানগরের দুলাই গ্রামের বিএনপি নেতা মিঠুর ছেলে হৃদয় ও জামায়াত নেতা সিরাজের ছেলে রাব্বি। এঁরা দুজন যথাক্রমে ছাত্রদল ও ছাত্রশিবিরের কর্মী।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান মঙ্গলবার রাতে পাবনা-নগরবাড়ী মহাসড়কের দুলাই এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসে হামলা চালিয়ে ভাঙচুর করার অভিযোগে সুজানগর থানা পুলিশ আজ বুধবার সকালে তাঁদের গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে এলাকায় কলেজগামী ছাত্রীদের উত্ত্যক্ত ও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।