কিশোরগঞ্জে বাসে পেট্রলবোমা নিক্ষেপ, দগ্ধ ১৫
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/05/photo-1425499112.jpg)
কিশোরগঞ্জ-ভৈরব সড়কের বিন্নাটি এলাকায় বুধবার রাত সাড়ে ১১টার দিকে যাত্রিবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ করেছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় ১৫ যাত্রী দগ্ধ হয়েছেন। ছবি: মারুফ আহমেদ, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ-ভৈরব সড়কের বিন্নাটি এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ করেছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় ১৫ যাত্রী অগ্নিদগ্ধ হয়েছেন। গুরুতর দগ্ধ ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, নেত্রকোনার মদন থেকে ছেড়ে আসা সিলেটগামী শাহজালাল পরিবহন নামে একটি বাসে বুধবার রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে। এ ঘটনায় ১৫ জন দগ্ধ হয়েছেন। গুরুতর আহত ১০ জনকে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহ আল মারুফ জানান, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের মধ্যে আবদুল মালেক (৪৫), জাহেদা (৪৫) ও দীপু রায় (২৮) নামে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।