মংলায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ
মংলার জয়মনির ঘোল এলাকায় ফুটবল খেলা নিয়ে আজ শুক্রবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করায় বাজারের সব দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে পুলিশ।
এলাকাজুড়ে চরম আতঙ্ক ও ফের সংঘর্ষের আশঙ্কায় স্থানীয় লোকজনের মধ্যে চরম ভীতি বিরাজ করছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার বিকেলে জয়মনির ঘোল এলাকার একটি স্কুলমাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে সন্ধ্যায় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে সেখানকার সরদার ও খাঁ বংশের মধ্যে। ঘটনাকে কেন্দ্র করে দুই বংশের লোকজন সংঘবদ্ধ হয়ে জয়মনি বাজারে পৃথক মহড়া দিলে ফের সংঘর্ষের আশঙ্কায় বাজারের সব দোকানপাট বন্ধ রাখা হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন মংলা থানার উপপরিদর্শক (এসআই) মনজুর এলাহী।
আহতদের মধ্যে মিজান (৩০) নামের একজন মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছেন। তাঁকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন চিলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য লুৎফর হাওলাদার।

আবু হোসাইন সুমন, মংলা