নির্বাচন সুষ্ঠু হবে কি না প্রশ্ন রয়েছে : এরশাদ
পৌরসভা নির্বাচন সুষ্ঠু হবে কি না তা নিয়ে মানুষের মনে প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ রোববার সকালে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জাতীয় পার্টি ঘোষিত সংবিধান সংরক্ষণ দিবসের আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
এরশাদ আরো বলেন, পৌর নির্বাচনে সব আসনে প্রার্থী দিতে না পারা জাতীয় পার্টির জন্য লজ্জার।
১৯৯০ সালের এই দিনে বিরোধী জোটের আন্দোলনের মুখে এরশাদ ক্ষমতাচ্যুত হন। নব্বইয়ের গণআন্দোলনে নিহত শহীদ নূর হোসেন ও ডাক্তার মিলনের হত্যার বিচার দাবি করেন সে সময়ের রাষ্ট্রপতি এরশাদ। তিনি প্রশ্ন করেন, ‘যে গণতন্ত্রের জন্য তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে, সে গণতন্ত্র এখন কোথায়?’
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘লোকে খুব খুঁজে বেড়াচ্ছে জাতীয় পার্টিকে। আজ ২৩৬টি পৌরসভায় নির্বাচন হচ্ছে। আমরা ৯১ জন দিতে পেরেছি। এটা লজ্জার কথা। সবচেয়ে পুরনো পার্টি, ১৯৮৬ সালে জন্ম, সেই পার্টিতে পৌরসভার চেয়ারম্যান (মেয়র) দেওয়ার মতো মানুষ নেই আমাদের । ইউনিয়ন কাউন্সিলে দেওয়ার মতো লোক নেই।’ তিনি বলেন, ‘কেন মানুষের মনে এই প্রশ্ন যে, আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে কি হবে না। সরকারকে বুঝতে হবে এটা। মানুষের মনের সংশয় দূর করতে হবে।’

নিজস্ব প্রতিবেদক