পদ্মা সেতু এলাকায় সাজসাজ রব
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা বহুমুখী সেতুর মূল পাইলিং ও নদী শাসনকাজের উদ্বোধন করবেন। ১২ ডিসেম্বর শনিবার এর উদ্বোধন হবে। এ উপলক্ষে মাওয়া পদ্মা সেতু প্রকল্প এলাকায় জেলা আওয়ামী লীগ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আজ সোমবার সকালে গিয়ে দেখা যায়, প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মাওয়ার সমাবেশস্থল ও ঢাকা-মাওয়া মহাসড়ক নানা তোরণ ও বিলবোর্ডে ছেয়ে গেছে। এখন প্রস্তুতি চলছে মঞ্চ তৈরির কাজের।
জেলা সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল ) সামসুজ্জামান বাবু বলেন, ‘এরই মধ্যে পুলিশ প্রশাসন থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সভাস্থলে অস্থায়ী পুলিশ ক্যাম্প করা হয়েছে। দেড় হাজার পুলিশ সদস্য নিরাপত্তায় থাকবেন। সভার আশপাশে পুলিশের টহলদারি এরই মধ্যে জোরদার করা হয়েছে।’
জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘১০ দিন আগে ছয় উপজেলা ও দুই পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে বৈঠক হয়েছে। তাঁদের বলা হয়েছে, উপজেলায় সভা করে সবার সঙ্গে সমন্বয় করার জন্য। দুই লাখের বেশি লোকের সমাগম হবে।’