ভৈরবে নিখোঁজের ১৬ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/05/photo-1425554290.jpg)
নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জের ভৈরবের কালীপুর এলাকার মাঠ থেকে অপির্তা (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
অর্পিতা ভৈরবের চন্ডিবের এলাকার মাসুদ মিয়ার মেয়ে। শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, অর্পিতা কালীপুর উত্তর এলাকার জালাল উদ্দিন জালু মিয়ার মেয়ের ঘরের নাতনি। সে গতকাল বুধবার সকালে নানা বাড়ি বেড়াতে আসে। বিকেল পাঁচটার দিকে নানির কাছ থেকে টাকা নিয়ে চকোলেট কিনতে বাড়ির পাশের দোকানে যায় অর্পিতা। এরপর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকাল ১০টার দিকে কালিপুর এবং চন্ডিবের গ্রামের মধ্যবর্তী ফসলি জমির মাঠে এক শিশুর লাশ পড়ে আছে শুনে সেখানে গিয়ে অর্পিতার লাশ শনাক্ত করেন স্বজনেরা।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার এনটিভি অনলাইনকে জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন থেকে স্পষ্ট ধারণা করা যাচ্ছে, গায়ের জামা গলায় পেচিয়ে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। আসামি শনাক্ত এবং গ্রেপ্তারে এরই মধ্যে পুলিশের একাধিক দল মাঠে কাজ শুরু করেছে।