বান্দরবান পৌরসভা নির্বাচন

বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর ছড়াছড়ি আওয়ামী লীগ-বিএনপিতে

Looks like you've blocked notifications!

বান্দরবান পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ-বিএনপির বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর ছড়াছড়ি হয়েছে। প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কারও করা হয়েছে।

বিএনপির বিদ্রোহী প্রার্থীরা হলেন—১ নম্বর ওয়ার্ড জেলা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক ফরিদুল আলম (স্বতন্ত্র), ৩ নম্বর ওয়ার্ডে শ্রমিক দলের নেতা মোহাম্মদ ফোরকান (স্বতন্ত্র), ৪ নম্বর ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের পৌর শাখার যুগ্ম সম্পাদক রাজু কর্মকার (স্বতন্ত্র), ৮ নম্বর ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের পৌর শাখার সভাপতি মো. জাফর উল্লাহ (স্বতন্ত্র), জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম (স্বতন্ত্র) এবং সংরক্ষিত ১, ২, ৩ ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে মহিলা দলের সদস্য ফেরদৌস আক্তার (স্বতন্ত্র)।

অন্যদিকে ১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হচ্ছেন যুবলীগের নেতা সুকুমার শীল (স্বতন্ত্র), ৩ নম্বর ওয়ার্ডে জেলা শ্রমিক লীগের নেতা মোহরম আলী (স্বতন্ত্র), ৭ নম্বর ওয়ার্ডে শ্রমিক লীগের পৌর শাখা সভাপতি সামসুল হক সামু (স্বতন্ত্র), শ্রমিক লীগের নেতা মোহাম্মদ জলিল (স্বতন্ত্র), ৯ নম্বর ওয়ার্ডে স্বেচ্ছাসেবক লীগের শহর শাখার সভাপতি মো. শাহজাহান (স্বতন্ত্র), আওয়ামী লীগের পৌর শাখা সেক্রেটারি পরিমল দাশ (স্বতন্ত্র), আওয়ামী লীগ নেতা মনসুর আলম সাগর (স্বতন্ত্র) এবং সংরক্ষিত ৭, ৮, ৯ ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে আওয়ামী লীগের নেত্রী মোছাম্মৎ রাহিমা বেগম (স্বতন্ত্র)। 

দলীয় সূত্রে জানা গেছে, কাউন্সিলর প্রার্থীরা হচ্ছেন—১ নম্বর ওয়ার্ডে শামসুল ইসলাম সানু (আওয়ামী লীগ), আবুল খায়ের (বিএনপি), ২ নম্বর ওয়ার্ডে আবদুল শুক্কুর (আওয়ামী লীগ), মোহাম্মদ আলী (জামায়াত), ৩ নম্বর ওয়ার্ডে অজিত কান্তি দাশ (আওয়ামী লীগ), মো. জসিম উদ্দিন (বিএনপি), ৪ নম্বর ওয়ার্ডে দিলিপ বড়ুয়া (আওয়ামী লীগ), মোহাম্মদ সোলায়মান (জামায়াত), ৫ নম্বর ওয়ার্ডে মংমং সিং মারমা (আওয়ামী লীগ), থুইসিং প্রু লুবু (বিএনপি), ৬ নম্বর ওয়ার্ডে সৌরভ দাশ শেখর (আওয়ামী লীগ) মো. আইয়ুব খান (বিএনপি), ৭ নম্বর ওয়ার্ডে ইউসুফ আলী সিকদার (আওয়ামী লীগ), মো. শামীম হোসেন (বিএনপি), ৮ নম্বর ওয়ার্ডে হাবিবুর রহমান খোকন (আওয়ামী লীগ), মো. সাইদুল আলম (বিএনপি), ৯ নম্বর ওয়ার্ডে মো. সেলিম রেজা (আওয়ামী লীগ), মোহাম্মদ করিম (বিএনপি)। 

এ ছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা হচ্ছেন—১, ২, ৩ নম্বর ওয়ার্ডে উজ্জ্বলা তংচঙ্গ্যা (আওয়ামী লীগ), খুরশিদা আক্তার (বিএনপি), ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডে সালেহা বেগম (আওয়ামী লীগ), শাহিন আক্তার (বিএনপি) এবং ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডে জোহরা বেগম চৌধুরী (আওয়ামী লীগ), গীতা রানী দে (বিএনপি)।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লক্ষ্মী পদ দাশ বলেন, দলীয় প্রার্থীর বাইরে যাঁরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তার পরও যাঁরা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না, তাঁদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে দল থেকে বহিষ্কার করা হবে।

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মজিবুর রশীদ বলেন, বিদ্রোহী প্রার্থী হিসেবে যাঁরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তাঁদের আগামী ১৩ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য সময় দেওয়া হয়েছে।

তার পরও যাঁরা প্রার্থী হবেন, তাঁদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।