রাজবাড়ীতে ট্রাকচাপায় দুজন নিহত
রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদ অফিসসংলগ্ন সড়কে দ্রুতগামী একটি ট্রাকের চাপায় এক মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত দুজন হলেন আবদুর রাজ্জাক (৩০) ও জুলু (৩২)। এঁদের মধ্যে আবদুর রাজ্জাক কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামের মোজাম্মেল হকের ছেলে। আর জুলু দৌলতপুরের মুন্সীরাজ গ্রামের করিম বকসের ছেলে।
এ বিষয়ে গাধিমারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহেল বাকী জানান, সকালে ওই দুজন কুষ্টিয়া থেকে রাজবাড়ী যাচ্ছিল। পথে কুষ্টিয়াগামী একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
ওসি আরো জানান, দুজনের লাশ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। তাঁদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।
এর আগে রাজবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) বদিয়ার রহমান জানান, সকালে ঘন কুয়াশায় ছেয়ে যায় রাজবাড়ী সদর। এ সময় চন্দনী ইউনিয়ন পরিষদসংলগ্ন সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় দুজনের মৃত্যু হয়।