গোয়ালন্দে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার পুলিশ উজানচর ইউনিয়নের চর কর্ণেশনা এলাকা থেকে ফজলু শেখ (৩৫) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে। তাঁর বাড়ি একই ইউনিয়নের আঙ্কের শেখের পাড়ায়। গত ৬ ডিসেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
নিহতের ভাই বাচ্চু শেখ ও পুলিশ জানায়, গত ৬ ডিসেম্বর বিকেলে ফজলু শেখ বাড়ি থেকে দৌলতদিয়াঘাটের উদ্দেশে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরেননি। এরপর পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে বাচ্চু শেখ গতকাল বুধবার গোয়ালন্দঘাট থানায় সাধারণ ডায়েরি করেন।
বৃহস্পতিবার সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে পদ্মা নদীর তীরবর্তী চর কর্ণেশনায় একটি খালের পাশে রক্তের দাগ দেখা যায়। এরপর ফজলুর পরিবারের লোকজন খালের মধ্যে তল্লাশি চালায়। এ সময় খালের মধ্যে থাকা বিভিন্ন গাছের ডালপালা টেনে তোলার সময় ফজলুর লাশ ভেসে ওঠে। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় ফজলুর গলা কাটা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত দেখতে পাওয়া যায়। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহ্জালাল বলেন, ‘নিহত ফজলু দৌলতদিয়া যৌনপল্লী ও ঘাটকেন্দ্রিক বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে আমরা জেনেছি। এ চক্রের সদস্যদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে তিনি খুন হয়ে থাকতে পারেন। হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’