চট্টগ্রামে পেট্রলবোমায় দগ্ধ যাত্রীর মৃত্যু
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় পেট্রলবোমায় গুরুতর দগ্ধ সিএনজিচালিত অটোরিকশার যাত্রী রণজিৎ নাথ (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তাঁর মৃত্যু হয়।
রণজিৎ হাটহাজারীর এনায়েতপুর গ্রামের যতীন্দ্র নাথের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) পংকজ বড়ুয়া জানান, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে হাটহাজারীর চারিয়া এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা।এতে রণজিৎ নাথ ও অটোরিকশার চালক সাবের আহমেদ দগ্ধ হন। তিনি বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রণজিৎ মারা যান। আইসিইউতে চিকিৎসাধীন সাবের আহমেদের অবস্থাও আশঙ্কাজনক।