চট্টগ্রামে ডায়াবেটিক মেলা চলছে
রোগীদের সচেতনতা বাড়াতে চট্টগ্রাম নগরের খুলশী এলাকার ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণে চলছে ডায়াবেটিক মেলা। পঞ্চমবারের মতো আয়োজিত এই মেলা শেষ হবে শনিবার।
চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন গতকাল বৃহস্পতিবার এই মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. ছৈয়দুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, সৈয়দ মোরসেদ হোসেন বক্তব্য দেন।
দেশে আশঙ্কাজনক হারে ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে উল্লেখ করে চিকিৎসকরা জানান, বর্তমানে ৮৪ লাখ মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত। আর চট্টগ্রামে রোগের সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে। তবে একটু সচেতন হলে এ রোগ থেকে পরিত্রাণ সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, একমাত্র সচেতনতাই পারে ডায়াবেটিস রোগীর দীর্ঘ সুস্থ জীবন নিশ্চিত করতে। সারা জীবন শৃঙ্খলার মধ্যে থাকাই হচ্ছে এ রোগের প্রধান ওষুধ।
চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের পুষ্টি কর্মকর্তা হাসিনা আকতার লিপি জানান, চট্টগ্রামে নিবন্ধন করা ডায়াবেটিক রোগীর সংখ্যা প্রায় দেড় লাখ। বর্তমানে শিশুরাও এ রোগে আক্রান্ত হচ্ছে। আর একটু সচেতন হলে এ রোগ নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করছেন তিনি।
দীর্ঘ ২২ ধরে ডায়াবেটিক রোগের সাথে লড়াই করে বেঁচে আছেন শিক্ষাবিদ শেখ মো. জাহাঙ্গীর। মেলায় তিনি এসেছেন স্বাস্থ্য পরীক্ষা করতে। তিনি জানান, নিয়ম মেনে চলাফেরা করলে সুস্থ থাকা যায়।
দেশে ডায়াবেটিক রোগীর সংখ্যা বর্তমানে এক কোটি ছাড়িয়ে গেছে উল্লেখ করে পুষ্টিবিদরা বলছেন, এটি প্রতিরোধে নিয়মিত আধ ঘণ্টা হাঁটা, ওজন ও খাদ্যে নিয়ন্ত্রণ করাসহ নিয়মিত চিকিৎসকদের পরামর্শ নেওয়ার তাগিদ দিয়েছেন।
মেলায় ডায়াবেটিক রোগীদের জন্য ইনসুলিন, মিষ্টিজাতীয় খাবারের দোকান, বেকারি শপ ছাড়াও নানা ধরনের বিশেষ সেবা সার্ভিস, দেশি-বিদেশি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা দেওয়া হচ্ছে।