ক্রিকেটার বিজয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ

Looks like you've blocked notifications!
এনামুল হক বিজয়। ছবি : ফেসবুক থেকে নেওয়া

জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ করা হয়েছে কুষ্টিয়া মডেল থানায়। গতকাল রোববার রাতে এ অভিযোগ করেন শহরের আরুয়াপাড়ার বাসিন্দা আবদুল হালিম মিয়া।

আজ সোমবার দুপুরে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, ‘ক্রিকেটার বিজয়ের বিরুদ্ধে একটি অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

এনামুল হক বিজয়ের বাবা মো. জামিল মিয়াও থানায় পাল্টা অভিযোগ করেছেন। এ ব্যাপারে ওসি বিপ্লব কুমার নাথ জানান, উভয় পক্ষ থেকে অভিযোগ এসেছে, তদন্ত করে দেখা হচ্ছে। প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে এসআই আশরাফুল জানিয়েছেন, এরই মধ্যে তিনি বিষয়টির তদন্ত শুরু করেছেন। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আবদুল হালিম মিয়ার দায়ের করা অভিযোগে বলা হয়, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয়ের বাবা জামিল মিয়া শহরের আরুয়াপাড়ায় আগরওয়ালা সড়কে তাঁর চারতলায় বাড়ির দ্বিতীয় তলায় চার বছর ধরে ভাড়ায় বসবাস করেন। গত রোববার রাত সাড়ে ৮টার দিকে তাঁর ছেলে মোতালেব হোসেন বাপ্পীর সঙ্গে জামিল মিয়ার গুদামঘরে তালা লাগানোর ঘটনা নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে বাপ্পীকে ব্যাট দিয়ে মারধর করেন এনামুল হক বিজয়। আহত বাপ্পীকে রাতেই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রাত ১১টার দিকে কুষ্টিয়া মডেল থানায় বিজয়ের বিরুদ্ধে ছেলেকে মারধরের অভিযোগ করেন হালিম মিয়া।

এ ব্যাপারে বিজয়ের বাবা মো. জামিল মিয়া এনটিভি অনলাইনকে বলেন, ‘গতকাল রাত সাড়ে ৮টার দিকে একটা ঘটনা ঘটেছে। রাত ১১টার দিকে একটা অভিযোগ করা হয়েছে। আমি থানায় গিয়ে ওসির সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। এটি একটি ছোট ঘটনা।’

এ ব্যাপারে ক্রিকেটার এনামুল হক বিজয় এনটিভি অনলাইনকে বলেন, ‘সে (বাপ্পী) পাড়ার বখাটে ছেলে। কয়েকদিন আগে আমার বাবা ও পরিবারের লোকজনকে সে অপমান করেছিল। ওই সময় তার (বাপ্পী) সঙ্গে কয়েকজন ছিল। আমি বিষয়টার মীমাংসা করতেই কুষ্টিয়া গিয়েছিলাম। অথচ এখন তারা উল্টো আমার বিরুদ্ধে দুর্নাম ছড়াচ্ছে। তাদের অভিযোগ সত্যি নয়।’