খুলল স্কাইপ, ইমো, ভাইবার, টুইটার

Looks like you've blocked notifications!

বন্ধ থাকা সামাজিক যোগাযোগ মাধ্যম স্কাইপ, ভাইবার, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইমো  খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম টেলিফোনে এনটিভিকে এ কথা জানিয়েছেন।

urgentPhoto

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, স্কাইপ, টুইটার ও ইমো বন্ধে তার মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে কোনো গোয়েন্দা সংস্থা এ ধরনের অনুরোধ জানিয়ে থাকতে পারে।

আজ বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘অন্য কোনো সংস্থা হয়তো তাঁদের অনুরোধ করেছিল, সেজন্য হয়তো বন্ধ হয়েছে। সেটা আমি বলতে পারছি না। আমাদের মন্ত্রণালয় থেকে কোনো অনুরোধ বা কিছু যায়নি। আমরা যা করেছিলাম তা পর্যায়ক্রমে উইথড্রো হচ্ছে। ইতিমধ্যে ফেসবুক উইথড্রো হয়েছে। ধীরে ধীরে সবই উইথড্রো হবে। এটুকুই আমি জানি।’

এর আগে গত ১৮ নভেম্বর ফেসবুক, ভাইবারসহ সামাজিক যোগাযোগের বেশ কয়েকটি মাধ্যম বন্ধ করে দেয় সরকার। টুইটার, স্কাইপ খোলা ছিল।

২২ দিন পর ১০ ডিসেম্বর ফেসবুক খুলে দেওয়া হয়। তবে অন্য মাধ্যমগুলো বন্ধ ছিল। এর মধ্যে গতকাল রোববার সন্ধ্যায় স্কাইপ, টুইটারও বন্ধ করে দেওয়া হয়।