উল্লাপাড়ায় দুই গ্রামে বিদ্যুৎ

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুটি গ্রামে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেওয়া উপলক্ষে আজ শুক্রবার সকালে সলঙ্গার মাছুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি : এনটিভি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুটি গ্রামের ৩০০ গ্রাহককে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে সলঙ্গার মাছুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নতুন সংযোগ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম।

হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহেল কাফির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডেসকো) ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নজরুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মারুফ বিন হাবিব, উল্লাপাড়া পল্লী বিদ্যুতের জ্যেষ্ঠ উপমহাব্যবস্থাপক (ডিজিএম) তুষার কান্তি দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।

অনুষ্ঠানে সংসদ সদস্য তানভীর ইমাম বলেন, দেশ যখন সমৃদ্ধির দিকে এগিয়ে চলেছে তখন স্বাধীনতাবিরোধীদের সাথে নিয়ে বিএনপি দেশকে পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু কোনো বাধাই চলমান এ সমৃদ্ধির পথ আটকাতে পারবে না। তার প্রমাণ আজকের এ নতুন বিদ্যুৎ সংযোগ।

এ সময় বক্তারা উপজেলায় আরো নতুন বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন।