লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল পুলিশ

Looks like you've blocked notifications!
লক্ষ্মীপুর জেলা পুলিশের উদ্যোগে গতকাল সন্ধ্যায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। ছবি : এনটিভি

লক্ষ্মীপুর জেলা পুলিশের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় জেলার টাউন হল মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামাল।

পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মো. জিল্লুর রহমান, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম এ তাহের, লক্ষ্মীপুর জেলা  আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সিভিল সার্জেন ডা. গোলাম ফারুক ভূঁইয়া, সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. নাসিম মিয়া, জুনায়েদ কাউছার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ারুল হক প্রমুখ।