হবিগঞ্জে সিলেট মহানগর জামায়াত নেতা গ্রেপ্তার
হবিগঞ্জের বাহুবল মডেল থানায় গ্রেপ্তার হওয়া সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল শাহজাহান আলী (মধ্যে)। ছবি : এনটিভি
সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল শাহজাহান আলীকে গ্রেপ্তার করেছে হবিগঞ্জের বাহুবল থানার পুলিশ। আজ শনিবার দুপুরে বাহুবল উপজেলার দত্তগ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির জানান, শাহজাহান আলীর বিরুদ্ধে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, শাহজাহান আলীর বিরুদ্ধে সিলেটে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

হারুনুর রশিদ চৌধুরী, হবিগঞ্জ