লক্ষ্মীপুরে বন্দুক-গুলিসহ যুবক গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
লক্ষ্মীপুর সদর উপজেলায় অস্ত্র, গুলি, বোমাসহ গ্রেপ্তার হওয়া মামুনুর রশিদ। ছবি : এনটিভি

লক্ষ্মীপুর সদর উপজেলায় ‘ডাকাতির প্রস্তুতিকালে’ মামুনুর রশিদ (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে দুটি বন্দুক, একটি এলজি অস্ত্র, ছয়টি গুলি ও ২০টি হাত বোমা উদ্ধার করা হয়।

গতকাল শুক্রবার রাতে উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের রতনেরখিল গ্রাম থেকে ওই অস্ত্রসহ মামুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়। মামুনুর রশিদের বাড়ি ওই গ্রামে। এ ঘটনায় আজ শনিবার সকালে চন্দ্রগঞ্জ থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান মিয়া জানান, শুক্রবার রাত ১১টার দিকে রতনেরখিল গ্রামে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের ধাওয়া করে মামুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ওই সব অস্ত্র উদ্ধার করা হয়। অপর ডাকাতরা পালিয়ে যায়।

এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আনিসুর রহমান বাদী হয়ে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করেন। আজ শনিবার দুপুরে মামুনুর রশিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।