চুনারুঘাটে ইকোনমিক জোন স্থাপনের প্রতিবাদে চা-শ্রমিকদের বিক্ষোভ

Looks like you've blocked notifications!
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর ও বেগমখান চা বাগানের ধানের জমিতে ইকোনমিক জোন স্থাপনের প্রতিবাদে আজ রোববার সমাবেশের আয়োজন করা হয়। ছবি : এনটিভি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর ও বেগমখান চা-বাগানের ধানের জমিতে ইকোনমিক জোন স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন চা-বাগানের শ্রমিকরা।

আজ রোববার সকাল থেকে শ্রমিকরা লাঠিসোটা ও তীর-ধনুক নিয়ে প্রস্তাবিত ইকোনমিক জোন এলাকায় বিক্ষোভ করেন। এতে শ্রমিকদের স্কুলপড়ুয়া সন্তানরাও যোগ দেয়।

পরে প্রতিবাদ সভায় বক্তব্য দেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার, সাধারণ সম্পাদক রামভজন কৈরী, অভিরত বাগচী, নিপেন পাল, কাঞ্চন পাত্র প্রমুখ।

শ্রমিকরা বলেন, এ মাটি আমাদের মা। আর মায়ের ফসল দিয়ে চান্দপুর ও বেগমখান চা-বাগানসহ কয়েকটি বাগানের হাজার হাজার মানুষ খেয়ে বেঁচে থাকেন। এখানে ইকোনমিক জোন নির্মাণ হলে শ্রমিকরা জীবন দেবেন। কিন্তু ইকোনমিক জোন হতে দেবেন না।