‘সুষ্ঠু নির্বাচন নিয়ে যথেষ্ট সংশয় আছে’
বান্দরবান পৌরসভায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলমসহ কেন্দ্রীয় নেতারা। আজ সোমবার দুপুরে বান্দরবান প্রেসক্লাবের সামনে থেকে আনুষ্ঠানিক প্রচার ও গণসংযোগে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। তাঁরা বান্দরবান বাজারসহ আশপাশের এলাকাগুলোতে গণসংযোগ করে ধানের শীষের প্রচারপত্র বিতরণ করেন এবং ভোটারদের কাছে ভোট চান।
গণসংযোগ চলাকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম সাংবাদিকদের বলেন, ‘সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের যথেষ্ট সংশয় রয়েছে। গণতন্ত্রকে শক্তিশালী করতে বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছে। আমরা চাই সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হোক। ভোটাররা যদি ভোটকেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, নির্বাচন সুষ্ঠু হয়, তাহলে ধানের শীষের প্রার্থীদের বিজয় সুনিশ্চিত।’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরো বলেন, ‘আমরা আশা করব নির্বাচন সুষ্ঠু হবে। কিন্তু কেন হবে না? সেটি জনগণই ভালো জানেন। বিএনপি জেনেশুনেই গণতন্ত্রকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের এ নির্বাচনে অংশ নিয়েছে।’
‘বান্দরবানেও অনেকগুলো ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে। আমাদের প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন, অন্য প্রার্থীরাও যেন নির্বাচনী আচরণবিধি মেনে চলেন- নির্বাচন কমিশন এবং স্থানীয় প্রশাসনের কাছে আমরা সেটিই আশা করব’, যোগ করেন রুহুল আলম।
এ সময় বিএনপির উপজাতীয়বিষয়ক সম্পাদক মাম্যাচিং, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহাবুবুর রহমান শামিম, জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরী, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, বিএনপির মেয়র পদপ্রার্থী মোহাম্মদ জাবেদ রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।