হরিণাকুণ্ডু পৌরসভার দুই মেয়র পদপ্রার্থীকে শোকজ

Looks like you've blocked notifications!

ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভার দুই মেয়র পদপ্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। আজ সোমবার বেলা ২টার দিকে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন এ নোটিশ জারি করে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলেছেন।

শোকজ নোটিশ পাওয়া দুজন হলেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মো. শাহিনুর রহমান রিন্টু ও বিএনপিদলীয় মেয়র পদপ্রার্থী মো. জিন্নাতুল হক।

কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, বিএনপিদলীয় প্রার্থী জিন্নাতুল হক নিজে ও তাঁর প্রতিনিধির মাধ্যমে ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছেন মর্মে আওয়ামী লীগের প্রার্থী অভিযোগ করেছেন। অপর দিকে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থকদের বাড়ি বাড়ি হুমকি প্রদর্শন করছেন মর্মে বিএনপিদলীয় প্রার্থী অভিযোগ করেছেন।

অভিযোগ আমলে নিয়ে রিটার্নিং কর্মকর্তা দুই প্রার্থীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আজ এ আদেশ দেন।