সীতাকুণ্ডের পাহাড়ি এলাকায় তাঁবু, পেট্রলবোমা
চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়ি এলাকায় তাঁবুর সন্ধান পেয়েছে পুলিশ। এসব তাঁবু থেকে অস্ত্রসহ বিপুল পরিমাণ ককটেল-পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোররাতে বিএনপি-শিবিরের তিন কর্মীর তথ্যের ভিত্তিতে অস্ত্র ও তাঁবুর সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল শনিবার সীতাকুণ্ডের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
জেলা পুলিশ জানিয়েছে, সীতাকুণ্ড সদর থেকে অন্তত চার কিলোমিটার দূরের নূনাছড়ার গভীর পাহাড়ে তিনটি তাঁবুর ভেতর তল্লাশি চালায় পুলিশ। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চলাকালে এসব তাঁবু থেকে ৭০টি পেট্রলবোমা, ৫০টি ককটেল, চারটি এলজি, ২৪ রাউন্ড গুলি ও ১২টি ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় বিভিন্ন সময় নাশকতা ঘটায় দুর্বৃত্তরা। এ কাজে পাহাড়ি এলাকায় অস্ত্রগুলো মজুদ রাখা হতো। এখন থেকে এসব এলাকায় নিয়মিত অভিযান চলবে বলে জানান তিনি।