সাভারে যুবলীগ-ছাত্রলীগের ওপর হামলা, আহত ৫
রাজধানীর উপকণ্ঠ সাভারে বিভিন্ন স্থানে যুবলীগ ও ছাত্রলীগের চার নেতা-কর্মীর বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টার মধ্যে এ ঘটনা ঘটে।
হামলায় দুই নারীসহ পাঁচজন আহত হয়েছেন। তবে যুবলীগ কিংবা ছাত্রলীগ নেতা-কর্মীদের কেউই আহত ব্যক্তিদের পরিচয় প্রকাশ করতে রাজি হননি।
পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৩টার দিকে সাভার পৌর এলাকার তালবাগে ১০-১২টি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের বাড়িতে হামলা চালায়। তাদের হাতে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও লাঠিসোটা ছিল। হামলার সময় দুর্বৃত্তরা কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে। এ সময় তারা বাড়িতে ভাঙচুর চালায় এবং দুই নারীকে পিটিয়ে আহত করে।
পুলিশ ধারণা করছে, পূর্বশত্রুতার জের ধরে এ হামলা হতে পারে।
মিজানুর রহমানের বাড়িতে হামলার পর দুর্বৃত্তরা সাভারের কাজী মোকমাপাড়া, দক্ষিণপাড়া ও ব্যাংক কলোনিতে ছাত্রলীগের তিন নেতা-কর্মীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় তাদের পরিবারের তিন সদস্যকে পিটিয়ে আহত করা হয়।
জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন জানান, চার নেতা-কর্মীর বাড়িতে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।