বাগেরহাটে আ. লীগের বহিষ্কৃত নেতা গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
বাগেরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মাসুদুর রহমান। ফাইল ছবি

বাগেরহাটে নির্বাচনী প্রচারকাজে বাধা সৃষ্টির অভিযোগে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সরদার মাসুদুর রহমান গ্রেপ্তার হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। 

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান খান জানান, আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী প্রচারকাজ চলাকালে বাগেরহাট শহরের খারদ্বার মল্লিক বাড়ি মোড়ে হেমায়েত শেখের ছেলে যুবলীগ নেতা মো. জুয়েল শেখের ওপর বোমা হামলা ও পাশে অফিস ভাঙচুরের অভিযোগে আজ দুপুরে থানায় মামলা করা হয়। এই মামলায় পুলিশ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মাসুদুর রহমানকে গ্রেপ্তার করে। জুয়েলের করা মামলায় আরো সাতজনকে আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মাসুদুর রহমান বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি ও পৌরসভার স্বতন্ত্র মেয়র পদপ্রার্থীর পক্ষ অবলম্বন করায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।