খালেদা জিয়ার বিচার হবে : বরিশালে নৌমন্ত্রী
নৌপরিবহনমন্ত্রী মো. শাজাহান খান বলেছেন, দেশের কোনো ক্ষতি হলে মুক্তিযোদ্ধাদের বুকে আঘাত লাগে। যারা দেশের বিরোধিতা করেছে সেই জামায়াত, বিএনপির কতিপয় লোক এবং বেগম খালেদা জিয়া দেশের মানুষ খুন করে হলেও ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা চালাচ্ছে। তাদের সেই স্বপ্ন কখনো পূরণ হবে না।
আজ বৃহস্পতিবার বরিশাল সার্কিট হাউজে জাতীয় নদী রক্ষা কমিশনের বিভাগীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে নৌমন্ত্রী এসব কথা বলেন।
গত ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা, বঙ্গবন্ধু এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন বলে অভিযোগ করেন নৌমন্ত্রী। তিনি এজন্য খালেদা জিয়াকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। নইলে ওই মন্তব্যের জন্য খালেদা জিয়ার বিচার হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
নৌমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নদী রক্ষার জন্য সব নির্দেশনা দিয়েছেন। এরই মধ্যে ড্রেজিংয়ের জন্য দুই হাজার ৪৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যা দিয়ে ২০টি বড় ধরনের ড্রেজার নির্মাণ কার্যক্রমও শুরু করা হয়েছে। নদীর তীরবর্তী অবৈধ স্থাপনা, অবৈধ দখল, দূষণমুক্ত এবং সীমানা নির্ধারণ করার জন্য ইতিমধ্যে নিজ নিজ এলাকার জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।
বিভাগীয় কমিশনার মো. গাউসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম, সার্বক্ষণিক সদস্য মো. আলাউদ্দিন। সভায় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর মো. মোজাম্মেল হোসেন, পুলিশের বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. হুমায়ুন কবির, বরিশাল মহানগর পুলিশ কমিশনার লুৎফর রহমান মণ্ডল, পানি উন্নয়ন বোর্ডের আঞ্চলিক প্রধান প্রকৌশলী মো. মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।