বিএনপি দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে : শিল্পমন্ত্রী

Looks like you've blocked notifications!
আমির হোসেন আমু। ছবি : এনটিভি

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিএনপি দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। হরতাল-অবরোধের নামে তারা পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করেছে। এগুলো থেকে তারা যদি বিরত থাকত তাহলে আমাদের দেশ ২০১৬ সালের মধ্যেই মধ্যম আয়ের দেশে পরিণত হতো।

আজ শুক্রবার বেলা ১১টায় ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নে সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত লালমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার ও এর সংযোগ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বিএনপি দেশের ভালো চায় না উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, ‘এরা দেশের উন্নয়ন ও অগ্রগতি চায় না। যদি চাইত, তাহলে নির্বিচারে মানুষ হত্যা করতে পারত না। আমাদের যে সম্পদ রয়েছে তা যদি সঠিকভাবে আহরণ করা যায়, তাহলে বাংলাদেশ হবে পৃথিবীর মধ্যে অন্যতম ধনী দেশ।’

পোনাবালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির ও উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী।