‘মিথ্যে ইতিহাস যারা বলে তাদের মেরে ফেলতে ইচ্ছা হয়’

Looks like you've blocked notifications!

মুক্তিযুদ্ধ নিয়ে যারা মিথ্যা ইতিহাস বলে তাদের মেরে ফেলতে ইচ্ছা হয় বলে মন্তব্য করেছেন পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নুরুজ্জামান।

urgentPhoto

আজ শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ডিআইজি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি এস এম মাহফুজুল বলেন, ‘আজকে আমাদের সামনে ইতিহাস বলে, মিথ্যে ইতিহাস বর্ণনা করে তখন ইচ্ছে হয়, হয় আমি মরে যাই নতুবা ওদের মেরে ফেলি।’

ময়মনসিংহ মুসলিম ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানে আরো ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার মঈনুল হক, সরকারি এ এম কলেজের অধ্যক্ষ মো জাকির হোসেন। সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের সহসভাপতি এ এইচ এম খালেকুজ্জামান। আয়োজনে সার্বিক সহযোগিতা করে ইসলামিক ফাউন্ডেশন।

ডিআইজি বলেন, ‘এই বাংলাদেশে ১৯৭১ সালে আমাদের দেশের সব মানুষ যখন মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, এই দেশের কিছু লোকজন পাকিস্তানি হায়েনাদের সহযোগিতা করেছিল। তারাও মাথায় টুপি পরা লোক ছিল, তারা ধর্মের লেবাস ধরে আমাদের মা-বোনদের ধর্ষণ করেছে। আমাদের ৩০ লাখ লোককে হত্যা করেছে। ৪২ শতাংশ এলাকা পুড়িয়ে ছারখার করে দিয়েছে। সেদিন আমি প্রতিজ্ঞা করলাম যে, আমি মুক্তিযুদ্ধে যোগ দেব এবং তখন ওই বয়সেও আমি যুদ্ধ করেছি।’