শৈলকুপায় মাইক্রোবাসচাপায় স্কুলছাত্রী নিহত

Looks like you've blocked notifications!
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মাইক্রোবাসচাপায় আহত হওয়ার পর স্কুলছাত্রী সাফিয়াকে সদর হাসপাতালে নেওয়া হয়। ছবি : এনটিভি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাবলা ইটভাটার সামনের রাস্তায় মাইক্রোবাস চাপায় এক স্কুলছাত্রী নিহত ও আরেক ছাত্রী আহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে স্কুলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত উম্মে তাইবা আঁখি (১২) উপজেলার গাবলা গ্রামের আমিনুল ইসলামের মেয়ে। সে ভাটই আধুনিক কিন্ডারগার্টেন স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ত। আহত সাফিয়া (৭) একই স্কুলে প্রথম শ্রেণিতে পড়ে। সে গাবলা গ্রামের তালেবুল ইসলামের মেয়ে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, স্কুলে যাওয়ার জন্য আঁখি ও সাফিয়া আজ ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের গাবলা ইটভাটার সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী একটি মাইক্রোবাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আঁখি নিহত হয় এবং সাফিয়া গুরুতর আহত হয়। আহত সাফিয়াকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।