নওয়াপাড়ায় স্বতন্ত্র প্রার্থীর দাবি

যশোরে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা রাখছে না

Looks like you've blocked notifications!
আজ শনিবার দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন নওয়াপাড়া পৌরসভার স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী ফারুক হোসেন। ছবি : এনটিভি

যশোরের নওয়াপাড়া পৌরসভার আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ মেয়র পদপ্রার্থী ফারুক হোসেন দাবি করেছেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী স্থানীয় প্রশাসন নিরপেক্ষ ভূমিকা রাখছে না। এ সময় ফারুক পুলিশের উপস্থিতিতে সরকারদলীয় নেতাকর্মীরা তাঁর সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে বলেও অভিযোগ করেন।

আজ শনিবার দুপুরে যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ফারুক হোসেন এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘গতকাল শুক্রবার বিকেলে আমার কর্মিসভায় পুলিশের উপস্থিতিতে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা হামলা চালিয়ে মারপিট ও ভাঙচুর করে। এ সময় পুলিশ সন্ত্রাসীদের প্রতিরোধ না করে উল্টো আমার কর্মীদের লাঠিপেটা করে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন।’

এ সময় ওই স্থানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক হুইপ শেখ আবদুল ওহাবসহ উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন বলেও দাবি করেন ফারুক হোসেন।

আওয়ামী লীগের এ নেতা আরো দাবি করেন, ওই ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে পুলিশ উল্টো তাঁর সমর্থকদের বিরুদ্ধে মামলা করেছে। পুলিশ তাঁর সমর্থক নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হয়রানি করছে।

সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুল মালেক, সহসভাপতি গাজী নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।