পশুর নদে নিখোঁজ নৌযানচালকের লাশ উদ্ধার

Looks like you've blocked notifications!

মংলা বন্দরের পশুর নদে ট্যুরিস্ট নৌযানের (বোট) নিখোঁজ চালক সোহেলের (৩০) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার তিনদিন পর আজ রোববার সকালে বন্দর চ্যানেলের পশুর ও মংলা নদীর ত্রিমোহনায় সোহেলের লাশ ভাসতে দেখা যায়।

সোহেলের চাচা মংলা পৌরসভার কাউন্সিলর আবদুল কাদের জানান, গত বৃহস্পতিবার ভোরে পর্যটক পরিবহনের জন্য নিজের ট্যুরিস্ট বোট নিয়ে মংলার বাসস্ট্যান্ডের কাছে পিকনিক কর্ণারের  উদ্দেশে রওনা হওয়ার পর অসতর্ক থাকার কারণে মাঝ নদীতে পড়ে যান সোহেল। ওই সময় ওই নৌযানে তিনি একাই ছিলেন বলে জানান আবদুল কাদের। পরে ওই নৌযানটি উদ্ধার হলেও নিখোঁজ থাকেন সোহেল।

আবদুল কাদের আরো জানান, ঘটনার পর থেকে নদীতে মাইকিংসহ খোঁজাখুঁজি করে সোহেলের স্বজনরা। আজ নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা সোহেলের স্বজনদের খবর দেয়। সোহেলের অকাল মৃত্যুতে মংলার সুন্দরবন কেন্দ্রিক ট্যুরিস্ট বোট মালিক ও কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে বোটচালক সোহেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন মংলা বন্দর জালি বোট মালিক সমবায় সমিতি লিমিটেডেরর সভাপতি এইচ এম দুলাল।