বরিশালে মোনাজাতউদ্দিনের মৃত্যুদিবস পালিত
চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের ২০তম মৃত্যুবার্ষিকী বরিশালে পালিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা দেড়টায় রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ইউনিটির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সদস্য মানবেন্দ্র বটব্যাল বলেন, মোনাজাতউদ্দিন দৈনন্দিন সংবাদ পরিবেশনের চেয়ে পক্ষকাল বা মাসব্যাপী একটি অঞ্চলের খবর তুলে আনতেন। আবার দুই তিন বছর পর তিনি ফের ওই এলাকায় গিয়ে সংবাদ পরিবেশন করার পর কী পরিবর্তন হয়েছে তা ফের প্রকাশ করতেন। তিনিই আমাদের উৎসাহ জুগিয়েছেন সরেজমিনে গিয়ে প্রতিবেদন করার। এ সময় তিনি উপস্থিত তরুণ সংবাদকর্মীদের মোনাজাতউদ্দিনের মতো ঘটনার নেপথ্যের ঘটনা বা ফলোআপ সংবাদ করার আহ্বান জানান।
বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন নূরুল আলম ফরিদ, ইউনিটির সাধারণ সম্পাদক মো. কামরুল আহসান, সাবেক সাধারণ সম্পাদক বাপ্পি মজুমদার প্রমুখ।