বরিশালে জেল খাল থেকে রিকশাচালকের লাশ উদ্ধার
বরিশাল নগরের জেল খাল থেকে এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা সোয়া ১২টায় নথুল্লাবাদ মধুমিয়ার পুল সংলগ্ন খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রিকশাচালকের নাম মো. হৃদয় (৩২)। তিনি বরিশাল নগরীর লুৎফর রহমান সড়কের তাসলির ভাড়াটিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় লোকজন খালে এক ব্যক্তির লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাল থেকে লাশ উদ্ধার করে।
হৃদয়ের পাশের বাসার ভাড়াটিয়া সেলিমা বেগম জানান, হৃদয় মাদকাসক্ত ছিলেন। তিন মাস আগে তিনি বিয়ে করেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে তিনি বাসা থেকে বের হয়ে যান। রাতে আর বাড়িতে ফিরে আসেননি। সকালে এলাকার লোকজন বলতে থাকে কার লাশ যেন পুলিশ উদ্ধার করেছে। সেই খবর শুনে হৃদয়ের স্ত্রী মুক্তা বেগম এবং তিনি উদ্ধারস্থলে এলে হৃদয়ের মৃতদেহ দেখেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার গোলাম রউফ ও মুখপাত্র মো. আবু সাইদ।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।