২০ দলের গণমিছিল, পুলিশের ধাওয়া, আটক ৬
খুলনায় বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের মিছিলে ধাওয়া দিয়ে মহানগর যুবদলের সভাপতি শফিকুল আলম তুহিনসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টার দিকে নগরীর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের লাঠিপেটায় তিনজন আহত হন।
সরেজমিনে দেখা যায়, কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২০-দলীয় জোটের নেতাকর্মীরা প্রথমে নগরের সাউথ সেন্ট্রাল রোডে পাইওনিয়ার স্কুলের সামনে জড়ো হন। পরে ওই জায়গায় পুলিশ চলে গেলে তাঁরা নতুন বাজার এলাকায় সংগঠিত হন। বেলা ১১টার দিকে নতুন বাজার এলাকায় গণমিছিল শুরু করে কিছুদূর যাওয়ার পর পুলিশ ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
এ সময় পুলিশ নতুন বাজার ও তার আশপাশের এলাকায় অভিযান চালিয়ে শফিকুল, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) খুলনা সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন সেন্টু, খেলাফত মজলিসের মহানগর সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিনসহ ছয়জনকে পুলিশ আটক করে খুলনা থানায় নিয়ে যায়।
পুলিশের লাঠিপেটায় ছাত্রদল নেতা সাইফুল, শামীম ও কাজল নামের তিনজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে সাইফুলের অবস্থা আশঙ্কাজনক।
মিছিলে পুলিশের লাঠিপেটা এবং ২০-দলীয় জোটের নেতাদের আটকের তীব্র নিন্দা জানিয়েছেন জোটের প্রধান সমন্বয়ক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, ‘মিছিল করার কোনো বিধিনিষেধ নেই। সরকারি দল প্রতিদিনই মিটিং-মিছিল করছে, অথচ বিরোধী দল মিছিল করতে গেলেই সেখানে পুলিশ হানা দিয়ে তা পণ্ড করে দিচ্ছে।’
এ বিষয়ে খুলনা মহানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, ২০-দলীয় জোটের নেতারা আগে থেকে মিছিলের কোনো অনুমতি নেয়নি। মিছিল থেকে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এ কারণে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

মুহাম্মদ আবুতৈয়ব, খুলনা