গণতন্ত্র ও মানুষকে রক্ষার যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা : তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘বাংলাদেশকে রক্ষার যুদ্ধ, গণতন্ত্রকে রক্ষার যুদ্ধ এবং মানুষকে রক্ষার যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা।’ তিনি আরো বলেন, ‘জাসদের কর্মীরা জাতীয় বিপদ জঙ্গিবাদকে মোকাবিলা করার যুদ্ধের পাশাপাশি সমাজবদলের যুদ্ধও চালিয়ে যাচ্ছে।’
আজ শনিবার দুপুরে যশোর জেলা জাসদের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন। যশোর টাউন হল ময়দানে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন যশোর জেলা জাসদের সভাপতি রবিউল আলম। সম্মেলনে জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, জাসদের স্থায়ী কমিটির সদস্য সংসদ সদস্য শিরিন আখতার, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু প্রমুখ উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ চলছে। বাংলাদেশকে আফগানিস্তান, পাকিস্তান বানানোর যুদ্ধ, সে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন খালেদা জিয়া। এবং তাঁর বাহিনী হচ্ছে বিএনপি-জামায়াত এবং মিত্র পাকিস্তান। আর পাকিস্তান, আফগানিস্তান বানানোর এ যুদ্ধে, বাংলাদেশকে রক্ষার যুদ্ধ, গণতন্ত্রকে রক্ষার যুদ্ধ এবং মানুষকে রক্ষার যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা। এ যুদ্ধে খালেদা জিয়া এখনো আত্মসমর্পণ করেননি। এ যুদ্ধের মধ্য দিয়ে খালেদা জিয়া ক্রমাগত চক্রান্ত করছেন, মিথ্যাচার করছেন, ইতিহাস বিকৃতি করছেন। গুপ্তহত্যার আশ্রয় নিচ্ছেন এবং আগুন-সন্ত্রাসের আশ্রয় নিচ্ছেন।’
তথ্যমন্ত্রী আরো বলেন, ‘আরো একটি যুদ্ধ আছে, সে যুদ্ধ হচ্ছে সমাজবদলের যুদ্ধ, সমাজতন্ত্রের যুদ্ধ, শোষণমুক্ত সমাজ গঠনের যুদ্ধ, গরিবের ক্ষমতায়নের যুদ্ধ, নারীর ক্ষমতায়নের যুদ্ধ। জাসদের কর্মীরা জাতীয় বিপদ- জঙ্গিবাদকে মোকাবিলা করার যুদ্ধের পাশাপাশি সমাজবদলের যুদ্ধও চালিয়ে যাচ্ছে। আমরা একদিকে জাতিকে নিরাপদ করব এবং চক্রান্তকারীদের ধ্বংস করব, জঙ্গিবাদকে বিতাড়িত করব এবং বাংলাদেশকে সমাজবদলের পথে, উন্নয়নের পথে ও বৈষম্য দূর করার পথে এগিয়ে নিয়ে যাব।’

সাইফুল ইসলাম সজল, যশোর