পাবনায় ২৭ মুক্তিযোদ্ধাকে সম্মাননা
একাত্তরে মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য পাবনার ২৭ মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে। আজ সোমবার পাকশী এমএস কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
বিকেলে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করা হয়। এরপর তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম হব্বুল, উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান মিন্টু, প্যানেল চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া, আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না, শ্রমিক নেতা মুক্তিযোদ্ধা এম রশিদুল্লাহ, প্রাথমিক শিক্ষা অফিসার মীর মামুনুর রহমান প্রমুখ।