নাশকতায় সড়ক পরিবহনে ৭০ কোটি টাকার ক্ষতি : মন্ত্রী
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, চলমান সন্ত্রাস ও নাশকতায় গত ৩ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সড়ক পরিবহন খাতে আনুমানিক ৭০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
ওবায়দুল কাদের গত সোমবার সংসদে সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বেসরকারি পরিবহন খাতে উল্লেখিত সময় পর্যন্ত ৩২৫টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ৫০০ যানবাহন ভাঙচুর করা হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, দেশে চলমান নাশকতায় সরকারি পরিবহন সংস্থা বিআরটিসির ক্ষতির পরিমাণ ১৬ কোটি ৪৪ লাখ ৬৬ হাজার ৯০০ টাকা। এর মধ্যে অগ্নিসংযোগে ক্ষতি ৭৭ লাখ ৩৬ হাজার ৩০০ টাকা, ভাঙচুরজনিত কারণে ক্ষতি চার লাখ ৬৭ হাজার ৫০০ এবং রাজস্ব খাতে ক্ষতি ১৫ কোটি ৬২ লাখ ৬৩ হাজার ১০০ টাকা।
মন্ত্রী বলেন, সরকার ক্ষতিগ্রস্ত যানবাহনের মালিক এবং নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ প্রদান করছে।